খেলাধূলা চর্চার মাধ্যমে সমাজের অনেক নেতিবাচক দিক পরিহার সম্ভব–অঞ্জন চৌধুরী পিন্টু
পিপ (পাবনা) : দেশের বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও স্কয়ার ট্রয়লেট্রিজের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টু বলেছেন, খেলাধূলা চর্চার মাধ্যমে সমাজের অনেক নেতিবাচক দিক পরিহার সম্ভব। শরীর ও মানসিক গঠনে খেলাধূলার ভ’মিকা অপরিসীম। তাই নতুন প্রজন্মকে খেলা ধূলায় অগ্রহী করতে বিভিন্ন কর্মসূচী গ্রহন করতে হবে।
বুধবার বিকেলে পাবনা এডওয়ার্ড কলেজ মাঠে জেলা কৃষক লীগ আয়োজিত বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ উপলক্ষে শেখ রাসেল স্মরনে এক ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথীর বক্তব্যে উপরোক্ত কথাগুলি বলেন।
জেলা কৃষক লীগের সাধারন সম্পাদক তৌফিকুর রহমান তৌফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, পাবনা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হাবিবুর রহমান হাবিব, পাবনা চেম্বার অব কমার্স ইন্ডাষ্টিজের সভাপতি সাইফুল আলম স্বপন চৌধুরী, চেম্বারের সিনিয়র সহ সভাপতি ও জেলা যুবলীগের আহবায়ক আলী মূর্তজা সনি বিশ্বাস, পাবনা মোটর মালিক সমিতির সাধারন সম্পাদক আবুল হোসেন খান রেয়ন, পাবনা প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক এবিএম ফজলুর রহমান, সময় টিভি ও দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক সৈকত আফরোজ আসাদ, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শিবলী সাদিক, শেখ রনি, ফাহিমুল কবির খান শান্ত, পাবিপ্রবি অফিসার্স সমিতির সভাপতি রফিকুল ইসলাম।
এর আগে খেলার উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক শহিদুল হক মানিক। উদ্বোধনী খেলায় ঈশ্বরদী রেড সান স্পোর্টিং ক্লাব ২-০ গোলে গোবিন্দা রবি স্মৃতি সংঘকে পরাজিত করে।