খোলামেলা রুপে ক্যাটরিনা
বিনোদন: বর্তমানে অভিনয়ে নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। বেশ কয়েকটি ছবি রয়েছে তার হাতে। বেশিরভাগ সময় শুটিং করেই পার করেন তিনি। আলি আব্বাস জাফর এর ‘ভারত’ ছবিতে তাকে দেখা যাবে সামনে। এখানে তিনি অভিনয় করেছেন সালমান খানের সঙ্গে জুটি বেধে। তবে সম্প্রতি ক্যাটরিনা আলোচনায় আসলেন অন্য একটি কারণে। এ নায়িকাকে মাঝেমধ্যেই দেখা যায় খোলামেলা রুপে। এবার তারই ধারাবাহিকতায় ব্যাপক খোলামেলা হয়ে আবির্ভূত হলেন তিনি।
বিকিনিতে ধরা দিলেন ক্যামেরায়। আর সেই ছবি তিনি সম্প্রতি পোস্ট করেছেন নিজের ইন্সটাগ্রামে। সোনালি রঙা দুই পিস বিকিনি পড়ে সাগরের পানিতে অন্যরকম ভঙ্গিমায় ছবিটি তোলা। ছবিটি পোস্ট করার সঙ্গে সঙ্গেই সেটি ভাইরাল হয়ে যায়। ছবিটির বিপরীতে জমা পড়েছে অসংখ্য কমেন্ট। বেশিরভাগই ক্যাটরিনার এই হট লুকের প্রশংসা করেছেন। অনেকেই বলেছেন, ক্যাটরিনাকেই মানায় এমন লুকে। কারণ তার শরিরীক সৌন্দর্যও তেমন। আবার অনেকে বলেছেন, ক্যাটের এমন রুপেরই পাগল তার ভক্তরা। আবার কেউ কেউ বলেছেন, আলোচনায় আসার জন্য ক্যাটরিনা এমন বিকিনি পরিহিত ছবি পোস্ট করেছেন।