গণফোরামে যোগ দিচ্ছেন অধ্যাপক আবু সাইয়িদ

ডেস্ক রিপোর্ট : গণফোরামে যোগ দিচ্ছেন আওয়ামী লীগ সরকারের সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ। এরই মধ্যে তিনি ড. কামাল হোসেনের সঙ্গে দেখা করেছেন বলে দলটির দায়িত্বশীল সূত্রে এসব তথ্য জানা গেছে।

এ বিষয় গণফোরামের জয়েন্ট সেক্রেটারি অ্যাডভোকেট জগলুল আফ্রিদ বলেন, অধ্যাপক আবু সাইয়িদ ড. কামাল হোসেনের সঙ্গে দেখা করেছেন। খুব শিগগিরি তিনি গণফোরামে যোগ দেবেন।

এদিকে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবু সাইয়িদ ঐক্যফ্রন্টের টিকেট নিয়ে তার নির্বাচনী এলাকা থেকে নির্বাচন করতে পারেন।

অপরদিকে তার নিকটাত্মীয়দের কাছ থেকে জানা গেছে, আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পেয়ে তিনি ঐক্যফ্রন্টে যোগ দিচ্ছেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!