গণভবনে প্রায় পৌঁনে চার ঘণ্টার সংলাপ: আলোচনা ভালো হয়েছে: ড. কামাল হোসেন
ডেস্ক রিপোর্ট: গণভবনে প্রায় পৌঁনে চার ঘণ্টার সংলাপ শেষে আলোচনা ভালো হয়েছে বলে জানিয়েছেন ঐক্যফ্রন্ট নেতা ডক্টর কামাল হোসেন। সন্ধ্যা ৭টায় শুরু হওয়া এই সংলাপে ১৪ দলের নেতৃত্ব দেন আওয়ামী লীগ সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর ঐক্যফ্রন্টের নেতৃত্বে ছিলেন ডক্টর কামাল হোসেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের সংলাপে যাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তিনি যাননি। ঐক্যফ্রন্টের প্রতিনিধি দলে বিএনপি থেকে আছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৬ নেতা। ঐক্যফ্রন্টের পক্ষে ২০ নেতা আলোচনায় অংশ নিয়েছেন।
অন্যদিকে শেখ হাসিনার নেতৃত্বে ১৪ দলের প্রতিনিধি দলে আছেন ২৩ নেতা।
সংসদ ভেঙে এবং খালেদা জিয়াকে মুক্তি দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনসহ ৭ দফা দাবি জানিয়েছে ঐক্যফ্রন্ট।
গত রোববার সংলাপের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি পাঠায় তারা। পরদিনই সংলাপে সম্মতি দেন শেখ হাসিনা।