‘গত ২০ বছরে চীন থেকে এসেছে ৫ টি সংক্রামক রোগ’

বিদেশ : গত ২০ বছরে চীন থেকে পাঁচটি সংক্রামক রোগ এসেছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও’ব্রায়ান। আর এবারের করোনার সংক্রমণের জন্য চীনকে দায়ী বলে মনে করেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও’ব্রায়ান। মঙ্গলবার হোয়াইট হাউজে সাংবাদিকদের এমনটি জানান ও’ব্রায়ান। করোনা নিয়ে ও’ব্রায়ান বলেন, আমরা চীন থেকে এভাবে সংক্রামক রোগ বের হতে দিতে পারি না।

আমরা গত ২০ বছরে চীন থেকে পাঁচটি সংক্রামক রোগ পেয়েছি। চীন থেকে সার্স, সোয়াইন ফ্লু, অ্যাভিয়ান ফ্লু সর্বশেষ করোনার মতো ভাইরাস ছড়িয়েছে। এসময় করোনা ইস্যুতে চীনকে সাহায্য করার জন্য যুক্তরাষ্ট্র প্রস্তুত রয়েছে বলে সাংবাদিকদের জানান মার্কিন নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও’ব্রায়ান।

গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে উৎপত্তি হয় করোনা ভাইরাসের। এই প্রণঘাতী ভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৪০ লাখের বেশি মানুষ। মারা গেছেন ২ লাখ ৯২ হাজার ৩৫১জন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!