গল্পের প্রয়োজনে…
বিনোদন: লাক্সতারকা বিদ্যা সিনহা মিম বর্তমানে ‘সাপলুডু’ নামে একটি ছবির কাজ করছেন। গোলাম সোহরাব দোদুল পরিচালিত এ ছবিতে চিত্রনায়ক আরিফিন শুভর বিপরীতে তিনি অভিনয় করছেন। মিম বর্তমানে টেকনাফে এ ছবির শুটিং করছেন। এ প্রসঙ্গে মিম বলেন, খুব ভালোভাবে এ ছবির কাজটি এগিয়ে যাচ্ছে। এ ছবিতে আমার চরিত্রের নাম পুষ্প। ছবির কাহিনীতে দেখা যাবে, পুষ্পর জীবনটা অনেক স্ট্রাগলের মধ্যে দিয়ে যায়। বেশ চ্যালেঞ্জিং একটি চরিত্রে অভিনয় করছি। মূলত গল্পের প্রয়োজনে এ ছবির শুটিং এখন টেকনাফে হচ্ছে।
এখানে সহশিল্পী হিসেবে সালাহউদ্দিন লাভলু ভাই, জাহিদ হাসান ভাই, আরিফিন শুভও আছেন। টানা কয়েকদিন এখানে শুটিং হওয়ার পর ঢাকায় ফিরবো। দোদুল ভাই অনেক যত নিয়ে ছবিটি নির্মাণ করছেন। আমি এ ছবিটি নিয়ে বেশ আশাবাদী। এ ছবিটি প্রযোজনা করছে বেঙ্গল মাল্টিমিডিয়া।
এদিকে এরইমধ্যে সেন্সর সনদপত্র লাভ করেছে মিম অভিনীত এবং তারেক শিকদার পরিচালিত ছবি ‘দাগ’। ছবিতে তার নায়ক হিসেবে অভিনয় করেছেন বাপ্পি চৌধুরী। তবে ছবিটি কবে মুক্তি পাবে তা এখনো চূড়ান্ত হয়নি। প্রয়াত নির্মাতা খালিদ মাহমুদ মিঠু পরিচালিত ‘জোনাকীর আলো’ ছবিতে অভিনয়ের জন্য প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। চলতি বছর মিম অভিনীত ‘আমি নেতা হবো’, ‘পাষাণ’, ‘সুলতান : দ্য সেভিয়ার’ ছবিটি মুক্তি পায়। ‘সাপলুডু’ ছবির কাজ শেষে একটি ওয়েব সিরিজেও অভিনয় করার কথা রয়েছে মিমের।