গাইবান্ধা-৩ আসনের ভোটগ্রহণ স্থগিত

ডেস্ক রিপোর্ট : জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী ড. টিআইএম ফজলে রাব্বী চৌধুরী মারা যাওয়ায় গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্যাপুর) আসনের ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ইসি সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের জানান, ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর পুনঃতফসিল ঘোষণা করে এ আসনে নির্বাচনের তারিখ পুনঃনির্ধারণ করা হবে।

সচিব বলেন, ‘আইনে যেটা বলা আছে তাতে ওই আসনের ভোটগ্রহণ স্থগিত করা হবে। স্থানীয় রিটার্নিং কর্মকর্তা তার মৃত্যুর সনদপত্রসহ আমাদের কাছে অফিসিয়ালি জানাবেন। জানালে পরে নির্বাচন কমিশন সিদ্ধান্ত দেবে। পরবর্তী সময়ে এটা পুনঃতফসিল ঘোষণা করে নির্বাচনের তারিখ নির্ধারণ করা হবে।’
গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) ১৭ (১) বলা আছে, কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী মারা গেলে রিটার্নিং কর্মকর্তা গণবিজ্ঞপ্তি দেবেন এবং ওই আসনে নির্বাচনের সব কার্যক্রম বন্ধ থাকবে।

প্রসঙ্গত, গাইবান্ধা-৩ (পলাশবাড়ী- সাদুল্যাপুর) আসনের ঐক্যফ্রন্টের প্রার্থী জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান ড. টিআইএম ফজলে রাব্বী চৌধুরী বুধবার রাতে মারা যান।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!