গাজনার বিলে খড়া-বেড় জালে পোনা ও মা মাছ নিধন
সুজানগর (পাবনা) সংবাদদাতা : পাবনার সুজানগরের গাজনার বিলের পর এবার পদ্মা নদী থেকে নিষিদ্ধ খড়া এবং বেড় জাল দিয়ে পোনা ও মা মাছ নিধন করা হচ্ছে।
খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার গাজনার বিলে বর্ষার নতুন পানি আসার পর থেকে এলাকার অসাধু মৎস্যজীবীরা নিষিদ্ধ খড়া এবং বেড় জাল দিয়ে বিল থেকে পোনা এবং মা মাছ নিধন করে থাকে। কিন্তু এখন গাজনার বিলে তেমন পানি না থাকায় মাছ পাওয়া যাচেছনা। সেকারণে এলাকার মৎস্যজীবীরা বর্তমানে পদ্মা নদী থেকে নিষিদ্ধ খড়া এবং বেড় জাল দিয়ে পোনা এবং মা মাছ নিধন করছে।
পদ্মা পাড়ের বাসিন্দারা জানায়, স্থানীয় মৎস্যজীবীরা পদ্মা নদীর সাতবাড়ীয়া, গোয়ারিয়া, মালিফা, রাইপুর এবং হাসামপুরসহ ৮/১০টি পয়েন্ট থেকে নিষিদ্ধ খড়া এবং বেড় জাল দিয়ে জাটকা, পাঙাস, পাবদা এবং রায়েকসহ বিভিন্ন প্রজাতির মা এবং পোনা মাছ নিধন করছে। এসব মাছ প্রকাশ্যে হাট-বাজারে বিক্রি করা হলেও দেখার কেউ নেই। ফলে ওই সকল মৎস্যজীবী প্রতিদিন অবাধে নদী থেকে নিষিদ্ধ ওই জাল দিয়ে মা ও পোনা মাছ নিধন করছে।
এ ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা আতিয়ার রহমান বলেন পদ্মা নদী থেকে বেড় ও খড়া জাল দিয়ে মাছ শিকার করার বিষয় আমার জানা নেই। তবে ঘটনা সত্য হলে সংশ্লিষ্ট মৎস্যজীবীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।