গাজায় ইসরাইলের রকেট হামলা
আন্তর্জাতিক ডেস্ক : গাজায় হামাসের দুটি ভূগর্ভস্থ স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। গত শনিবার রাতে গাজা ভূখন্ড থেকে ইসরাইলে রকেট হামলা চালানো জবাবে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে ইসরাইল। ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয় টুইটারে জানায়, ‘আজ রাতে গাজা থেকে ইসরাইলের ভূখন্ডে একটি রকেট ছোঁড়া হয়েছে। এর জবাবে আইডিএফ জঙ্গি বিমান গাজা ভূখন্ডে হামাসের দুটি ভূগর্ভস্থ স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে।’ এতে আরো বলা হয়, ‘আমরা ইসরাইলী বেসামরিক লোকদের নিরাপত্তা নিশ্চিত করতে অভিযান শুরু করেছি।’ গাজার নিরাপত্তা সূত্র জানিয়েছে, ইসরাইলিরা গাজা সিটিতে দুটি বিমান হামলা চালিয়েছে। এতে কেউ হতাহত হয়নি।
Spread the love