গাজীপুরে একই পরিবারের চার জনকে গলা কেটে হত্যা
ডেস্ক রিপোর্ট : গাজীপুরে একই পরিবারের চার জনকে গলা কেটে হত্যা করেছে দূবৃত্তরা। জেলার শ্রীপুরের জৈনা বাজার এলাকায় বৃহস্পতিবার দুপুরের আগে যে কোন সময় এ ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন।
নিহতরা হলেন, মালয়েশিয়া প্রবাসী কাজলের স্ত্রী, তার দুই মেয়ে ও এক ছেলে।
শ্রীপুর থানার ওসি লিয়াকত আলী জানান, নিজ বাড়িতে কে বা কারা তাদের হত্যা করেছে তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। নিহতদের গলায় ধারলো অস্ত্রের আঘাত রয়েছে। তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে আসা হয়েছে।
তবে কে বা কারা কি কারণে এ হত্যাকান্ড ঘটিয়েছে পুলিশ তা খাতিয়ে দেখছে।
Spread the love