গান হিট, স্ত্রীকে বিলাসবহুল গাড়ি গিফট নিকের

বিনোদন: স্বামী মার্কিন গায়ক নিক জোনাসের প্রতি মুহূর্তের ভালোবাসায় সিক্ত বলিউড-হলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। হিন্দি ছবি ‘দ্য স্কাই ইজ পিংক’-এর শুটিং শিডিউল ও আকাশ আম্বানির বিয়ের অনুষ্ঠানে যোগদান শেষে আমেরিকায় ফিরেছেন পিসি। লস অ্যাঞ্জেলেসের দ্বিতীয় বাড়িতে পৌঁছেই চক্ষু ছানাবড়া এ সুন্দরীরÑনিক তাঁর জন্য কিনে রেখেছেন বিলাসবহুল মেব্যাচ গাড়ি। সম্প্রতি মুক্তি পায় নিক জোনাস এবং তাঁর দুই ভাই কেভিন ও জো জোনাসের গান ‘সাকার’। প্রায় ছয় বছর পর তাঁদের ব্যান্ড ‘জোনাস ব্রাদার্স’ একসঙ্গে কাজ করল। সেই গানের ভিডিওতে তিন ভাইয়ের সঙ্গে তাঁদের জীবনের প্রিয়তমারাও রয়েছেন। গানটি ‘বিলবোর্ড হট হানড্রেড’ তালিকার শীর্ষ ছুঁয়েছে। সেই আনন্দ উদযাপন করতেই স্ত্রীকে ব্র্যান্ড নিউ গাড়ি উপহার দিয়েছেন নিক জোনাস। আনন্দে আটখানা প্রিয়াঙ্কা চোপড়াও। ফটোব্লগিং সাইট ইনস্টাগ্রামে যুগল ছবি শেয়ার দিয়ে লিখেছেন, ‘যখন স্বামী এক নম্বর হয়ে যায়, স্ত্রী পায় মেব্যাচ গাড়ি! গাড়িটিকে বলা যেতে পারে এক্সট্রা চোপড়া জোনাস… হা হা… আই লাভ ইউ, বেবি!! ইয়াহ! সেরা স্বামী।’
দুটো ছবি শেয়ার দিয়েছেন প্রিয়াঙ্কা। সেখানে প্রিয়াঙ্কা-নিক, নতুন গাড়ি, পোষ্য কুকুরছানা ডায়ানা ও শ্যাম্পেন দেখা যাচ্ছে। পোস্টের পাঁচ ঘণ্টায় ১৭ লাখ ৮৪ হাজারের বেশি লাইক পড়েছে ছবিতে। ভক্তরা মজার মজার অসংখ্য মন্তব্য করেছেন। এক ভক্ত লিখেছেন, ‘খুব লস করলে প্রিয়াঙ্কা। আমার সঙ্গে থাকলে তোমাকে খুব সুন্দর পুরোনো একটি নিশান মিকরা উপহার দিতাম।’ আরেকজন লিখেছেন, ‘একবার আমার বয়ফ্রেন্ড আমার জন্য ট্যাকো বেল কিনে রেখেছিল। সেরা ছিল দিনটি।’ ২০০৫ সালে কেভিন, নিক ও জো জোনাস প্রতিষ্ঠা করেন ব্যান্ডদল ‘জোনাস ব্রাদার্স’। ‘বার্নিং আপ’, ‘হোল্ড অন’ ও ‘ফ্লাই উইথ মি’সহ বেশ কয়েকটি হিট গান আছে তাঁদের। ২০১৩ সালে ভেঙে যায় দলটি। ছয় বছর পর এ বছর তিন ভাই একত্র হলেন। সূত্র : হিন্দুস্তান টাইমস

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!