গুদাম স্বল্পতার কারণে আপাতত ধান ক্রয় সম্ভব নয়: খাদ্যমন্ত্রী
ডেস্ক রিপোর্ট : সরকারি গুদামের ধারণ ক্ষমতা অতিক্রম করায় আপাতত কৃষকদের কাছ থেকে ধান না কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নওগাঁয় আজ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার।
শুক্রবার সকালে জেলার নজিপুর খাদ্য গুদাম পরিদর্শন করেন খাদ্যমন্ত্রী। এ সময় তিনি বলেন, পর্যাপ্ত গুদাম না থাকায় কৃষকের কাছ থেকে সরাসরি ধান ক্রয় বন্ধ থাকবে। খাদ্যমন্ত্রী আরো জানান, সরকারি গুদামগুলোর ধারণ ক্ষমতা ২১ লাখ মেট্রিক টন। ইতোমধ্যেই সংগৃহীত ধান সে ধারণ ক্ষমতা অতিক্রম করেছে। সাধনচন্দ্র মজুমদার আশা করছেন, সরকার নির্ধারিত মূল্য মিলাররা ধান-চাল ক্রয় করলে, কৃষক-মিলার উভয়েই লাভবান হবেন।
Spread the love