‘গেহরাইয়া’র খোলামেলা দৃশ্য দেখে কী বলবেন অনন্যার বাবা-মা?

বিনোদন: শকুন বাত্রা তাঁর নতুন ছবি ‘গেহরাইয়া’তে যেভানে ঘনিষ্ঠ দৃশ্য তুলে ধরেছেন তা ভারতীয় সিনেমায় অনেকটাই বিরল। তাই ১১ ফ্রেব্রুয়ারি ছবি মুক্তির আগে প্রচারে এসে ‘ঘনিষ্ঠ দৃশ্য’ নিয়েই বারবার প্রশ্নের মুখোমুখি হচ্ছেন পাত্রপাত্রীরা। দীপিকা পাড়ুকোনের পর এবার প্রসঙ্গটি নিয়ে কথা বললেন অনন্যা পা-ে। তবে তাঁকে করা প্রশ্নটি ছিল একটু আলাদা। অনন্যার কাছে জানতে চাওয়া হয়, ছবির খোলামেলা দৃশ্য সম্পর্কে তাঁর পরিবারের মতামত কী? উত্তরে তিনি বলেন, ‘তাদের প্রতিক্রিয়া জানতে আমি অপেক্ষায় আছি। আমার কাছে যত চিত্রনাট্য আসে মা সবই পড়েন, কিন্তু বাবা পড়েন না। কারণ বাবা আমাকে একেবারে পর্দাতেই দেখতে বেশি আগ্রহী। ছবি করার আগে কিছু বলতে চান না। পরিবার আমার কাজের সবচেয়ে বড় সমর্থক, একই সঙ্গে সমালোচকও। তা এ ছবি নিয়ে কী বলেন সেটা সেটা জানতে তর সইছে না। এ ছাড়া বোন রাইসার প্রতিক্রিয়াও জানতে চাই। ও সহজে সন্তুষ্ট হয় না। ভবিষ্যতে নিজেও নির্মাতা হতে চায়। ও অবশ্য ট্রেলার বেশ পছন্দ করেছে। ’ আগে আরেক সাক্ষাৎকারে অনন্যা জানিয়েছিলেন ‘গেহরাইয়া’র টিয়া কেন তাঁর ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র, ‘ব্যক্তিগত জীবনে আমি নিজে যেমন টিয়া, ঠিক তেমনই। ওর আবেগ প্রকাশের ধরন, অভিব্যক্তিসহ নানা ব্যাপারে আমার সঙ্গে মিল আছে। তবে এত আবেগময় একটা চরিত্র পর্দায় তুলে ধরা কঠিন। শকুনকে ধন্যবাদ এমন একটি চরিত্র দেওয়ার জন্য। তাঁর মতো পরিচালকের ছবিতে কাজের সুযোগ আমার জন্য আশীর্বাদস্বরূপ। ’ এদিকে পরিচালক জানিয়েছেন, ছবিতে ঘনিষ্ঠ দৃশ্যগুলোতে অভিনয় বাস্তবসম্মত করতে তিনি ‘ইনটিমেসি ডিরেক্টর’ নিয়োগ দিয়েছিলেন। ‘গেহরাইয়া’র বেশির ভাগ দৃশ্যের শুটিং হয়েছে গোয়ার ক্যান্ডোলিম সৈকতে। সূত্র : এনডিটিভি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!