গোপালপুর ছাত্র কল্যাণ তহ্বিল ৮ম বার্ষিক সম্মেলন
নিজস্ব প্রতিবেদক, পাবনা : পাবনা সাঁথিয়া উপজেলার পোপালপুর ছাত্র কল্যাণ তহ্বিলের ৮ম বার্ষিক সম্মেলন ও সংবর্ধনা আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার বিকেলে গোপালপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সেমিনার হল রুমে ছাত্র কল্যাণ তহ্বিলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাঁথিয়া উপজেলা শাখা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ হাসান আলী খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাঁথিয়া নাড়িয়াগদাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর হান্নান, গোপালপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফজলুল হক, আদমযী ঢাকা ক্যান্টমেন্ট কলেজের সহকারী অধ্যাপক আবু সালেক, মোঃ আশরাফুল আলম, ছাত্র কল্যাণ তহ্্বিলের উপদেষ্টা আব্দুর রহমান, ক্যাশিয়ার আনোয়ার হোসেনসহ ছাত্র কন্যাণে তহ্বিলের সদস্য ও ছাত্র ছাত্রীদের অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে ছাত্র ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ ও সংবর্ধনা তুলেদেন অতিথিবৃন্দ’রা ।