ঘুষখোরদের পুলিশে ঠাই হবে না-পাবনার নবনিযুক্ত পুলিশ সুপার

পিপ (পাবনা) : পাবনার নবনিযুক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বলেছেন, পুলিশে কোন মাদকাসক্ত, মাদক ব্যবসায়ীর সহযোগী, দুর্নীতিবাজ ও ঘুষখোরের ঠাই হবে না। ডোপ টেষ্টের মাধ্যমে এখন পুলিশে শুদ্ধি অভিযান শুরু হয়েছে। তাই কোন পুলিশ সদস্যও যদি অপকর্ম করে তা তাকে জানাতে ব্যবসায়ীদের প্রতি অনুরোধ করেন নবাগত পুলিশ সুপার।

সোমবার সকালে পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। এ সময় নবনিযুক্ত পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ব্যবসায়ী নেতৃবৃন্দ।

এসপি বলেন, পুলিশ জনগনের বন্ধু হয়ে কাজ করতে চায়। ব্যবসায়ী এবং সাধারন জনগণ যাতে কোন পুলিশ সদস্য দ্বারা হয়রানি স্বীকার না হয় সেদিকে লক্ষ্য রেখে পুলিশ সদস্যদের কাজ করার আহ্বান জানান তিনি।

পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি সভাপতি মো. সাইফুল আলম স্বপন চৌধুরী, সিনিয়র সহসভাপতি আলী মর্তুজা বিশ্বাস সনি, পরিচালক রুহুল আমিন বিশ্বাস রানা, পরিচালক অ্যাডভোকেট আব্দুল হান্নান, পরিচালক এবিএম ফজলুর রহমান, পরিচালক এএইচএম রেজুয়ান জুয়েল, পরিচালক সাজ্জাদ হোসেন বাচ্চু প্রামানিক, পরিচালক মো. মাসুদুর রহমান মিন্টু, পরিচালক আবুল হোসেন খান রিপন, পরিচালক উত্তম কুমার কুন্ডু, পরিচালক মিরাজুল আলম রুবেল প্রমুখ বক্তব্য রাখেন। অতিরিক্ত পুলিশ সুপার শামিমা আক্তার মিলি, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম এ সময় উপস্থিত ছিলেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!