ঘুষের টাকা ফেরত দেয়ায় পাবনার ফরিদপুর থানার এসআই মিন্টু ক্লোজড
নিজস্ব প্রতিবেদক, পাবনা : ২০ হাজার টাকা ঘুষ নিয়ে আবার সেই টাকা ফেরত দেয়ার ঘটনায় পাবনার ফরিদপুর থানার এসআই মিন্টু দাস কে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার ফরিদপুর উপজেলার দেওভোগ গ্রাম থেকে গাঁজা সেবনের অভিযোগে সৌদি প্রবাসী দুই যুবক মুন্নাফ হোসেন ও রাসেল হোসেনকে আটক করে এসআই মিন্টু দাস। এরপর তাঁদের ছেড়ে দেওয়ার কথা বলে পরিবারের কাছ থেকে ২০ হাজার টাকা ঘুষ নেন তিনি। কিন্তু ভ্রাম্যমাণ আদালত দুই প্রবাসীকেই সাতদিন করে কারাদন্ড দিলে ক্ষিপ্ত হয় তাঁদের পরিবার। পরে ওই এসআই এর কাছে ঘুষের টাকা ফেরত চান স্বজনরা। এক পর্যায়ে প্রতিবাদের মুখে বাধ্য হয়ে ঘুষের টাকা ফেরত দেয় এসআই মিন্টু।
পাবনার ভারপ্রাপ্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ^াস জানান, ঘটনা জানার পর এসআই মিন্টু দাসকে বুধবার পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। সেই সঙ্গে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।