চকবাজারের অগ্নিকান্ডের নিহত পাবনার রাসুর জানাযা নামাজ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, পাবনা : পুরান ঢাকার চকবাজারের ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় মেডিকেল কলেজ ছাত্র নিহত রাসুর জানাযা নামাজ পাবনায় তার নিজ গ্রামে অনুষ্ঠিত

পুরান ঢাকার চকবাজারের ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় পাবনার রাসু নামে একজন নিহত হয়েছে। নিহতের বাড়ি বেড়া উপজেলার নতুন ভারেঙ্গা ইউনিয়নের সোনাপদ্ম গ্রামে। নিহত ইমরোজ ইমতিয়াজ রাসু নতুন ভারেঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম ও শিক্ষিকা জান্নাতুল ফেরদৌসের ছেলে। নিহত রাসু বাংলাদেশ মেডিকেল কলেজের ডেন্টাল বিভাগের ছাত্র।

ঢাকার চকবাজারে অগ্নিকান্ডের ঘটনায় রাসু আগুনে পুড়ে মারা যায়। এ ঘটনায় নিহতের পরিবারের চলছে শোকের মাতম। ছেলেকে হারিয়ে বাবা-মা বিলাপ করে বার বার মুর্চ্ছা যাচ্ছে। ৩ ভাই ও দুই বোনের মধ্যে রাসু ৩য় ছিলেন। বাবা মায়ের আদরের সন্ত্রান ডাক্তার হয়ে বের হবে। মানুষ গড়ার কারিগর শিক্ষক বাবা মায়ের মত ছেলে মানুষের সেবা করবে এমন ইচ্ছা ছিল শিক্ষক দম্পত্তির। কিন্তু চকবাজারের ট্রাজেডি সে স্বপ্ন ভেঙ্গে চুরমার করে দেয়।

আজ সকালে নিহত রাসুর লাশ এলাকায় এসে পৌছালে শত শত গ্রামবাসী এক নজর তাকে দেখার জন্য ভীড় করে। স্বজনদের আহাজারিতে আকাশ বাতাশ ভারী হয়ে উঠে। নতুন ভারেঙ্গা স্কুল মাঠে জানাযা শেষে স্থাণীয় কবর স্থানে দাফন করা হয়েছে। জানাযায় উপস্থিত ছিলেন বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আমান সিদ্দিকিসহ রাসুর সহপাঠি, স্কুলের শিক্ষার্থী, গ্রামবাসীসহ, স্থানীয় রাজনৈতিক, সামজিক ব্যাক্তিবর্গ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!