চঞ্চল তিশার পর এবার সজল পূর্ণিমা
বিনোদন: কিছুদিন আগে মেয়েদের প্রাকৃতিক ও স্বাভাবিক বিষয় মাসিক নিয়ে জনসচেতনতায় কাজ করা ‘ঋতু’ প্রকল্পের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছিলেন শোবিজের জনপ্রিয় দুই তারকা চঞ্চল ও তিশা। তাদের পর একই প্রকল্পের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হলেন আরো দুই তারকা সজল ও পূর্ণিমা। এখন থেকে তারাও মেয়েদের ‘ঋতু’জনিত বিভিন্ন জনসচেতনতামূলক প্রচারণায় অংশ নেবেন।
২০১৬ সাল থেকে বাংলাদেশে নেদারল্যান্ডস দূতাবাসের অর্থায়নে ‘ঋতু’ প্রকল্প মেয়েদের মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা পরিস্থিতি উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে।
Spread the love