চমক নিয়ে আসছে ফারিয়া

বিনোদন: ‘আশিকী’, ‘হিরো ৪২০’, ‘বাদশা-দ্য ডন’, ‘বস টু’, ধেৎতেরিকি’, ‘প্রেমী ও প্রেমী’ এবং ‘ইন্সপেক্টর নটি কে’সহ বেশ কয়েকটি ছবিতে অভিনয় করে বাংলাদেশ ও ভারতে পরিচিতি পেয়েছেন নুসরাত ফারিয়া। এবার নতুন বছরে নতুন ছবির চমকের কথা জানালেন তিনি। এ প্রসঙ্গে নুসরাত ফারিয়া বলেন, এ বছর বেশ কয়েকটি নতুন খবর দর্শকদের জানাবো। এরমধ্যে শামীম আহমেদ রনীর ‘শাহেনশাহ’ ছবির কাজ শেষ করেছি। এ ছবিতে প্রথমবার শাকিব খানের বিপরীতে কাজ করলাম। অসাধারণ একজন অভিনেতা তিনি। কাজে অনেক সহযোগিতা পেয়েছি তার। আর সম্প্রতি তো আমাদের করা একটি টেলিকম কোম্পানির বিজ্ঞাপনও টিভিতে প্রচার শুরু হয়েছে।
এটি নির্দেশনা দিয়েছেন আদনান আল রাজীব ভাই। ‘শাহেনশাহ’ এ বছরই মুক্তি পাবে। ফারিয়া আরো বলেন, এরইমধ্যে বেশকিছু কাজের প্রস্তাব এসেছে। নতুন আরো দুটি ছবির খবর জানাবো। তবে সেজন্য কয়েকটি দিন অপেক্ষা করতে হবে। সবশেষ গত বছরের শুরুতে বাংলাদেশে ফারিয়ার অভিনীত এবং ভারতের অশোক পতি পরিচালিত সবশেষ ‘ইন্সপেক্টর নটি কে’ ছবিটি মুক্তি পায়। এ ছবিতে কলকাতার জনপ্রিয় নায়ক জিতের বিপরীতে অভিনয় করেন ফারিয়া। গত বছর ‘পটাকা’ শিরোনামের গানে কণ্ঠ দিয়েছিলেন নুসরাত ফারিয়া। এবার পরবর্তী গান নিয়ে কাজ চলছে বলে জানান তিনি। এ গানের ভিডিওটির পরিচালক হিসেবে বাবা যাদব থাকবেন। আর এবারও এসভিএফের সহযোগিতায় একসঙ্গে বাংলাদেশ ও ভারতে ফারিয়ার নতুন গানটি প্রকাশ হবে। তাই বেশ কিছু চমক অপেক্ষা করছে তার।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!