চরতারাপুরে কম্বল বিতরন করলেন পাবনা চেম্বার অব কর্মাসের বাদশা
পিপ (পাবনা) : ‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’ এই ব্রতকে সামনে রাখে পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের কোলচরি, শুকচর, বাগছিডাঙ্গী, বাহিরচর, হুগলাডাঙ্গি, ভাদুরডাঙ্গি, কাচিপাড়া, বাগছিপাড়া গ্রামসহ আশপাশের গ্রামের সুবিধা বঞ্চিত মানুষের মধ্যে তৃতীয় দিনের মতো শীতের কম্বল বিতরন করলেন পাবনা তথা দুবলিয়ার কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক পাবনা চেম্বার অব কর্মাসের সহসভাপতি মো. ফোরকান রেজা বাদশা বিশ্বাস।
নিজস্ব তহবীল থেকে ব্যক্তিগত উদ্যোগে গতকাল রোববার পাবনা সদর উপজেলার উল্লেখিত গ্রামের অসহায়, দুস্থ, হতদরিদ্র ও এতিমদের মাঝে কম্বল বিতরন করা হয়। তৃতীয় ধাপের এই কম্বল বিতরণ আগামীতে আরও প্রসারিত করা হবে বলে জানা গেছে।
এ সময় উপস্থিত ছিলেন চরতারাপুর ইউনিয়নের সাবেক জনপ্রিয় চেয়ারম্যান মরহুম আব্দুস ছোবহান বিশ্বাসের দুই কৃতি সন্তান আঃ ছালাম বিশ্বাস ও উদিয়মান সমাজসেবক জাহিদুর রহমান বাবলু বিশ্বাস,চরতারাতাপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জালাল উদ্দীন বিশ্বাস, শিক্ষক মো. শহিদুল্লাহ শহীদ মোল্লা, কোলচরি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার সভাপতি বীরমুক্তিযোদ্ধা ডা. আব্দুল মজিদ, ওহাব মহুরী, চরতারাপুর ইউনিয়নের মহিলা মেম্বর রুমা খাতুন, ইসহাক মেম্বর, রবি, টিপু বিশ্বাস, অপু বিশ্বাস, রুবেল বিশ্বাস, স¤্রাট বিশ্বাসসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তি ও প্রধানগন।