চরবাঙ্গাবাড়ীয়ায় এক যুবককে হাতুড়ি ও অস্ত্র দিয়ে কুপিয়েছে প্রতিপক্ষরা
নিজস্ব প্রতিবেদক, পাবনা : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের চরবাঙ্গাবাড়ীয়ায় চাঁদাবাজি জমি দখলের উদেশ্য মো: রাসেল হোসেন নামের এক যুবককে হাতুড়ি ও দেশি অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুত্বর আহত করেছে প্রতিপক্ষরা। গুরুত্বরত আহত রাসেলকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
আহত রাসেলের অভিযোগ, চাঁদাবাজি, জমি দখল ও তাকে হত্যার উদেশ্য বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে হেমায়েতপুর ইউনিয়নের চরবাঙ্গাবাড়ীয়া বাধ সংলগ্ন সাত্তারের দোকানের পাশে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সহ সভাপতি এস এম মাহমুদ কামাল তুহিনের নের্তৃত্বে ১০/১২ জনের দল তার উপর অতরকিতভাবে হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুত্বর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় পাবনা সদর থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।