চলতি সপ্তাহেই নির্বাচনের তফসিল ঘোষণায় প্রস্তুত ইসি
ডেস্ক রিপোর্ট: চলতি সপ্তাহেই নির্বাচনের তফসিল ঘোষণায় নির্বাচন কমিশন প্রস্তুত বলে জানিয়েছেন ইসি সচিব হেলালুদ্দিন আহমদ। আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে নির্বাচনের প্রস্ততিমূলক বৈঠক শেষে শনিবার বিকেলে সাংবাদিকদের একথা জানান তিনি।
ইসি সচিব জানান, তফসিল ঘোষণার বিষয়ে কাল বৈঠক হবে। এতে ইভিএম ব্যবহার এবং ঐক্যফ্রন্টের চিঠির বিষয়ে আলোচনা হবে।
ইসি সচিব জানান, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করা প্রস্তুতি ইসির রয়েছে। কমিশন সচিবালয়ে দুই দফায় প্রায় চার ঘণ্টা নির্বাচনের প্রস্তুতিমূলক বৈঠক হয়। এতে প্রধান নির্বাচন কমিশনারসহ সব নির্বাচন কমিশনার উপস্থিত ছিলেন। প্রথম দফায় অংশ নিলেও দ্বিতীয় দফার বৈঠকে অংশ নেননি নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।
Spread the love