চলন্ত বাসে নার্সকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে পাবনায় মানববন্ধন
পাবনা প্রতিনিধি : কিশোরগঞ্জে চলন্ত বাসে নার্সকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে পাবনায় মানববন্ধন হয়েছে। আজ সকাল ১১টায় পাবনা প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্স ও বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন পাবনা শাখা এই মানববন্ধনের আয়োজন করে। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী নার্স সহ অন্যান্য নার্সরা অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্স পাবনা শাখার সাধারণ সম্পাদক রাকিবুল হক, যুগ্ম সম্পাদক কবির আহম্মেদ, বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন পাবনা শাখার সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক রোকসানা পারভীন সহ অনেকে।
বক্তারা চলন্ত বাসে নার্স ধর্ষণ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেইসাথে ধর্ষকদের ফাঁসির দাবি জানান।
Spread the love