চলে গেলেন অভিনেত্রী দিব্যা
বিনোদন: মরণব্যাধি ক্যানসারের সঙ্গে যুদ্ধ করে না ফেরার দেশে চলে গেলেন বলিউড অভিনেত্রী ও কণ্ঠশিল্পী দিব্যা চৌকস। রোববার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৮ বছর। এনডিটিভি এ খবর প্রকাশ করেছে। ২০১৬ সালে ‘হ্যায় আপনা দিল তো আওয়ারা’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন দিব্যা। এটি পরিচালনা করেন মনোজ মুখার্জি।
এই নির্মাতা সংবাদমাধ্যমটিতে বলেন দিব্যা গত দেড় বছর ধরে ক্যানসারের সঙ্গে যুদ্ধ করছিলেন। চিকিৎসার পর সে অনেকটা সুস্থ হয়ে উঠেছিলেন। কিন্তু গত কয়েক মাসে তার শারীরিক অবস্থার অবনতি হয়। দিব্যা ভোপালের নিজ বাড়িতে রোববার সকালে মারা যান। দিব্যা মারা যাওয়ার আগের রাতে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তার মৃত্যুশয্যার কথা জানান।
এ পোস্টে তিনি লিখেন আমি যা বলতে চাই তা শব্দের মাধ্যমে প্রকাশ করতে পারছি না। আপনাদের জানাতে চাই, আমি মৃত্যুশয্যায় রয়েছি। আমি স্বস্তির আরেকটি জীবন চাই। কেউ কোনো প্রশ্ন করবেন না। ২০১১ মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নেওয়ার মধ্য দিয়ে শোবিজে পা রাখেন দিব্যা। পরে যুক্তরাজ্য থেকে অভিনয় বিষয়ে প্রশিক্ষণ নিয়ে মডেলিং শুরু করেন। তারপর বেশকিছু টিভি সিরিয়াল ও সিনেমায় অভিনয় করেন এই অভিনেত্রী।