চলে গেলেন তুমি কি আমায় আগের মতো বাসো ভালো গানের শিল্পী

বিনোদন: না ফেরার দেশে চলে গেলেন নব্বই দশকের শ্রোতাপ্রিয় ‘তুমি কি আমায় আগের মতো বাসো ভালো’ গানের শিল্পী ও ব্যান্ড স্টিলার-এর প্রধান কণ্ঠশিল্পী মাসুদুল হক লিটন। বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে চট্টগ্রামে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৬ বছর।

মৃত্যুর খবরটি নিশ্চিত করে শফিক তুহিন বলেন, করোনার কারণে প্রতিদিন মৃত্যুর খবর আসে, মনটা এমনিতেই বিষণ্ণ। এরমধ্যে লিটনের মৃত্যুর খবর এভাবে পাব, ভাবিনি। লিটনের তো এখনো যাওয়ার সময় হয়নি! মাত্র ৪৬ বছর বয়স। স্মৃতিচারণ করে শফিক তুহিন বলেন, সেই শুরু থেকে আমরা ভালো বন্ধু। বলা যায়, আমার আর ওর জনপ্রিয়তা গড়ে ওঠে একই গান দিয়ে, বাচ্চু ভাইর হাত ধরে।

আমরা ছিলাম একই গুরুর শিষ্য। বাচ্চু ভাই চলে গেলেন। এবার গেল বন্ধু লিটনও। এই শোক সহ্য করা যায় না। ওর বিদেহী আত্মার শান্তি কামনা করছি। সংগীতশিল্পী লিটনের গাওয়া ‘তুমি কি আমায় আগের মতো বাসো ভালো’ গানটি এখনো শ্রোতারা হৃদয়ে লালন করেন। গানটির কথা লিখেছিলেন শফিক তুহিন। সুর করেছিলেন আয়ুব বাচ্চু।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!