চলে গেলেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি
ডেস্ক : ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি মারা গেছেন। আজ সোমবার সন্ধ্যায় পৌনে ছয়টার দিকে তার মৃত্যুর তথ্য নিশ্চিত করে প্রণব মুখার্জির ছেলে অভিজিৎ মুখার্জি। তার বয়স হয়েছিল ৮৪ বছর।
এর আগে ফুসফুসে সংক্রমণের কারণে তিনি সেপটিক শকে আছেন বলে জানায় দিল্লির হাসপাতাল কর্তৃপক্ষ।
মস্তিষ্কে অস্ত্রোপচারের পর গভীর কোমায় চলে যান ভারতের সাবেক এই রাষ্ট্রপতি। এর মধ্যে তাঁর শরীরে করোনাভাইরাসের সংক্রমণও ধরা পড়ে।
২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত দেশের রাষ্ট্রপতি ছিলেন প্রণব মুখোপাধ্যায়। সে বছর জুলাইয়ে রাষ্ট্রপতি নির্বাচনে লড়তে
চাননি তিনি। বরং রাজনীতি থেকে অবসর নেন। ৫০ বছরেরও বেশি সময় সক্রিয় রাজনীতিতে থাকা প্রণব মুখোপাধ্যায়কে ২০১৯ সালে ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান ভারত রতেœ ভূষিত করা হয়।
Spread the love