চাঁদভা ইউনিয়ন আ:লীগের নতুন সভাপতি ও সম্পাদকের নাম ঘোষনা
নিজস্ব প্রতিবেদক : পাবনার আটঘরিয়া উপজেলার চাঁদভা ইউনিয়ন আওয়ামী লীগের স্থগিত থাকা কমিটি অনুমোদন দিয়েছেন উপজেলা আওয়ামী লীগ।
শনিবার(২০ শে ফেব্রুয়ারী) রাতে আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি শহিদুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়া কমিটি অনুমোদন দিয়েছেন।
চাঁদভা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ আশরাফুল আলম কে পুনরায় সভাপতি ও বিআরডিবি চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম আশরাফ কে সাধারণ সম্পাদক করে আগামী তিন বছরের জন্য এই
কমিটি অনুমোদিত দেওয়া হয়।
আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগ দপ্তর সম্পাদক জনাব মোঃ হেলাল উদ্দিন খান স্বাক্ষরিত পত্রে এ তথ্য জানা গেছে।
উল্লেখ্য, গত ১৯ শে ডিসেম্বর(শনিবার) অনুষ্ঠিত চাঁদভা ইউনিয়ন আওয়ামী লীগ এর সম্মেলনের প্রথম অধিবেশন শেষে কমিটি বিলুপ্ত করে দ্বিতীয় অধিবেশন শুরু হয়, কিন্তু পরবর্তীতে দ্বিতীয় অধিবেশনে সমন্বয় না হওয়ায় অমীমাংসিত থেকে যায় এবং কমিটি ঘোষণা স্থগিত রাখা হয়।
Spread the love