চাটমোহরের সাংবাদিক কিংশুকের বাবা পরলোকে
নিজস্ব প্রতিবেদক : পাবনার চাটমোহর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক মানবজমিন পত্রিকার চাটমোহর প্রতিনিধি সঞ্জিত সাহা কিংশুকের বাবা শিব প্রসাদ সাহা পরলোকগমন করেছেন।
আজ বৃহস্পতিবার সকাল ৬টা ২০ মিনিটে চাটমোহর উপজেলার বোঁথড় গ্রামের নিজ বাসভবনে স্ট্রোক করে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী ও দুই ছেলেসহ আত্মীয়-স্বজন, গুনগ্রাহী রেখে গেছেন।
শিব প্রসাদ সাহা দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ্য ছিলেন। তাঁর বড় ছেলে কিংকর সাহা চাটমোহর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক।
এদিকে, তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে চাটমোহরের সাংবাদিক মহল ও পূজা উদযাপন পরিষদ নেতাদের মাঝে। শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন, পাবনা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো: মকবুল হোসেন, সাবেক সংসদ সদস্য কে এম আনোয়ারুল ইসলাম, চাটমোহর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাসাদুল ইসলাম হীরা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন সাখো, সাধারণ সম্পাদক মো: আব্দুল মালেক, পাবনা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক শিবজিত নাগ, সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি, সম্পাদক আঁখিনূর ইসলাম রেমন, সাবেক সম্পাদক আহমেদ উল হক রানা, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন, সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েল, সাংবাদিক আব্দুল মান্নান পলাশ, শামীম হাসান মিলন, বকুল রহমান, পবিত্র তালুকদার, খোঁজখবর ডটনেটের সম্পাদক শাহীন রহমান, পাবনা রিপোর্ট টোয়েন্টিফোরের সম্পাদক খাইরুল ইসলাম বাসিদ, পাবনা রিপোর্ট টোয়েন্টিফোরের নির্বাহী সম্পাদক ও আটঘরিয়া প্রেসক্লাবের সম্পাদক এসএম মোফাজ্জল হোসেন বাবু, খোঁজখবর ডটনেটের বস্থাপনা সম্পাদক রনি রায়, নির্বাহী সম্পাদক ও চেতনায় চাটমোহরের চেয়ারম্যান জেমান আসাদ, সাংবাদিক ইকবাল কবির রঞ্জু, আব্দুল লতিফ রঞ্জু, শিমুল বিশ্বাস, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রভাষক অশোক চক্রবর্তী, সাধারণ সম্পাদক সন্তোষ মালাকার।