চাটমোহরে অগ্নিকান্ডে ১১টি পরিবারের ৩৬টি ঘর পুড়ে ছাই
নিজস্ব প্রতিবেদক, পাবনা : পাবনার চাটমোহরে আগুনে পুড়েছে ১১টি পরিবারের ৩৬টি ঘর। আজ দুপুর দুপরের দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দুপুরে চাটমোহর উপজেলার হোগলবাড়িয়া গ্রামের কৃষক আব্দুল আওয়াল ও তার ছেলে নান্টু হোসেনের বসতঘরে আগুনের সুত্রপাত হয়। পরে আগুন দ্রুত আশাপাশে ছড়িয়ে পড়ে। লাগোয়া ঘর হওয়ায় ১১টি পরিবারের ৩৬ বসত ও রান্না ঘর পুড়ে যায়। খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহায়তায় প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হতে পারে বলে ধারণা দমকল বাহিনীর। আগুনে ঘরসহ ঘরের ভেতরে থাকা নগদ টাকা, ফসলাদি, মোটরসাইকেল, আসবাবপত্র, পোশাক সবকিছু পুড়ে গেছে। এতে প্রায় এক কোটি টাকার ক্ষতির আশঙ্কা করছেন ক্ষতিগ্রস্থরা। সবকিছু হারিয়ে খোলা আকাশের নিচে অবস্থান করছেন তারা।
Spread the love