চাটমোহরে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : “দূর্নীতির সময় শেষ, গড়বো সোনার বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে নানা আয়োজনে সোমবার পাবনার চাটমোহরে পালিত হলো আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস। এ উপলক্ষে সকালে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে একটি র্যালী উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি অঞ্জন ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান, মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শরীফ মাহমুদ সরকার সঞ্জু, মথুরাপুর ইউপি চেয়ারম্যান সরদার আজিজুল হক, প্রধান শিক্ষক ইছাহক আলী প্রমুখ।
সঞ্চালনা করেন উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জন প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, স্কুলের শিক্ষার্থী ও সততা সংঘের সদস্যরা উপস্থিত ছিলেন।