চাটমোহরে কলেজ ছাত্রীর আত্নহত্যা
পাবনা (চাটমোহর) সংবাদদাতা: পাবনার চাটমোহরে গলায় ফাঁস নিয়ে এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে। নিহত কলেজ ছাত্রী উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের কাটাখালী পূর্বপাড়া গ্রামের মোতালেব সরকারের মেয়ে ও চাটমোহর সরকারি ডিগ্রি কলেজের ছাত্রী আরিফা খাতুন (১৭)।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ নাছির উদ্দিন জানান , পারিবারিক কলহের কারণে আরিফা সবার অগোচরে নিজ ঘরে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস নিয়ে আত্মহত্যা করে।
পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে চাটমোহর থানায় একটি ইউডি মামলা হয়েছে।
Spread the love