চাটমোহরে খাদ্য গুদামে বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধন

চাটমোহর (পাবনা) : পাবনার চাটমোহরে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে উপজেলার রেলবাজারস্থ খাদ্য গুদাম চত্বরে সংগ্রহের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আবদুল হামিদ মাস্টার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠিত ধান-চাল সংগ্রহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শরিফুল ইসলাম, সাবেক পৌর মেয়র ও চালকল মালিক সমিতির সভাপতি অধ্যাপক আবদুল মান্নান, আমিন মোহাম্মদ গ্রুপের পরিচালক এমএ ওয়াহাব খান, ইউপি চেয়ারম্যান মকবুল হোসেন, কৃষকলীগ নেতা আবদুল মান্নান মোন্নাফ, ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা মিজানুর রহমান প্রমুখ।

উল্লেখ্য- চাটমোহর খাদ্য গুদামে এ বছর ১৩১৫ মে.টন ধান সংগ্রহ করা হবে। লটারীর মাধ্যমে নির্বাচিত ১৩১৫ জন কৃষি কার্ডধারী একজন কৃষক ১ টন ধান গুদামে সরবরাহ করতে পারবেন। এছাড়া উপজেলার মিল চাতাল মালিকরা ১৪০০ মে.টন চাল খাদ্য গুদামে সরবরাহ করবেন। আগামী ৩০ আগষ্ট পর্যন্ত এ সংগ্রহ অভিযান অব্যহত থাকবে বলে খাদ্য গুদাম কর্তৃপক্ষ জানান।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!