চাটমোহরে নবাগত ইউএনও যোগদান
নিজস্ব প্রতিবেদক, চাটমোহর : পাবনার চাটমোহরে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে সরকার মোহাম্মদ রায়হান রবিবার যোগদান করেছেন। এর আগে তিনি সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।
২০১৭ সালের ৫ জুলাই সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছিলেন। তিনি চাটমোহরে বিদায়ী ইউএনও সরকার অসীম কুমার এর স্থলাভিষিক্ত হলেন।
অপরদিকে সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে সরকার অসীম কুমার যোগদান করেছেন। তিনি সরকার মোহাম্মদ রায়হান এর স্থলাভিষিক্ত হয়েছেন। ইউএনও সরকার মোহাম্মদ রায়হান ২৯তম বিসিএস এর ক্যাডার হিসেবে প্রশাসন ক্যাডারে যোগদান করেন। তার জন্মস্থান দিনাজপুর জেলায়। পারিবারিক জীবনে তিনি ৩ সন্তানের জনক।
Spread the love