চাটমোহরে নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস উদযাপন
নিজস্ব প্রতিবেদক : পাবনার চাটমোহরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন করা হয়েছে। সোমবার উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও ৫ জন শ্রেষ্ঠ জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার সরকার মোহাম্মদ রায়হানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা সমাজ সেবা অফিসার রেজাউল করিম, মহিলা বিষয়ক কর্মকর্তা আফছার আলী মন্ডল, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন, ব্যবসায়ী সমিতির সভাপতি কেএম বেলাল হোসেন, সাংবাদিক হেলালুর রহমান জুয়েল, তুষার ভট্টাচার্য্য প্রমুখ।
এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, সাংবাদিক, নারী নেত্রী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
শ্রেষ্ঠ ৫ জয়িতা হলেন, অর্থনৈতিভাবে সাফল্য অর্জনকারী মোছা. লাইলী বেগম, শিক্ষা ও চাকুরির ক্ষেত্রে সাফল্য অর্জনকারী আগমনী চক্রবর্তী, সফল জননী মোছা. সাইফুন্নাহার, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করা মোছা. রোজিনা খাতুন ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় মর্জিনা খাতুন।