চাটমোহরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
চাটমোহর (পাবনা) সংবাদদাতা : পাবনার চাটমোহরে পুকুরের পানিতে ডুবে রাব্বি হোসেন (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বিলচলন ইউনিয়নের সোনাহারপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। শিশুটি ওই গ্রামের দিনমজুর শামসুল আলমের ছেলে।
পরিবারের বরাত দিয়ে স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির সামনে উঠানে বসে খেলা করছিল রাব্বি। এ সময় স্বজনরা বাড়ির কাজ নিয়ে ব্যস্ত ছিলেন। হটাৎ শিশুটিকে সেখানে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের লোকজন।
পরে বাড়ির পাশে ইরাজ আলী নামে এক ব্যক্তির পুকুর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে চাটমোহর হাসপাতালে নিয়ে আসলে রাব্বিকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিলচলন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Spread the love