চাটমোহরে প্রতিপক্ষের বাড়ি ঘরে হামলা ও ভাঙচুরের অভিযোগ
চাটমোহর (পাবনা) সংবাদদাতা: চাটমোহর উপজেলার মুলগ্রাম ইউনিয়নের কৈনুড়া গ্রামে গত বুধবার সকালে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের বাড়ি ঘরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জানা গেছে ওই গ্রামের আঃ আলীম ওয়ারিশিন সূত্রে প্রাপ্ত জমিতে দীর্ঘদিন ধরে বসবাস করছেন। কিন্তু একই গ্রামের সাজেদুর গং ওই জমি নিজেদের দাবি করে আসছে।
এনিয়ে থানা ও ইউনিয়ন পরিষদে শালিসও হয়েছে। আঃ আলীম জানান,এনিয়ে আদালতে মামলাও আছে। বুধবার সকালে সাজেদুর গং বহিরাগতদের নিয়ে আঃ আলীমের বাড়িতে হামলা চালিয়ে ৩টি ঘর ভাংচুর ও লুটপাট করেছে।
মুলগ্রাম ইউপি চেয়ারম্যান রাশেদুল ইসলাম বকুল জানান, আঃ আলীম গং জোরপূর্বক জমি দখলে রেখেছে। তাদের কোন প্রকার কাগজপত্র নেই।
এনিয়ে একাধিক সালিশ হলেও তারা কোন কাগজপত্র দেখাতে পারেনি। ঘর ভাঙচুরের ঘটনাটি তিনি শুনেছেন বলে জানান।
সাবেক চেয়ারম্যান মোঃ গিয়াস উদ্দিন জানান, ওয়ারিশিন সূত্রে আঃ আলীম ওই জমির মালিক। কেউ এভাবে বাড়ি-ঘর ভেঙ্গে উচ্ছেদ করতে পারেনা।
চাটমোহর থানার ওসি (তদন্ত) শরিফুল ইসলাম জানান, বিষয়টি জমি নিয়ে এলাকায় বসে শুক্রবার মীমাংসা করবে বলে স্থানীয় প্রধানগণ দায়িত্ব নিয়েছে। উভয় পক্ষই তা মেনে নিয়েছে। ফলে কোস মামলা করেনি কোন পক্ষই।