চাটমোহরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুল ছাত্রের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক : পাবনার চাটমোহরে নিজেদের বাড়ির একটি ঘরে বিদ্যুতের সুইচ অন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইমন হোসেন বাদশা (১০) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে এ দূর্ঘটনা ঘটে।
নিহত বাদশা উপজেলার মথুরাপুর ইউনিয়নের সাড়রা গ্রামের ভ্যান চালক ইসরাইল হোসেনের ছেলে ও জবেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্র।
নিহতের পরিবারের সদসরা জানান,বাদশা সকালে ঘরের মধ্যেও বিদ্যুতের সুইচ অন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। স্থানীয় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করেন। বাদশার মৃত্যুতে পিতা-মাতা বাকরুদ্ধ হয়ে পড়েছেন। এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।
Spread the love