চাটমোহরে বিয়ের প্রলোভনে কলেজ ছাত্রীকে ধর্ষন
নিজস্ব প্রতিবেদক : পাবনার চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের নটাবাড়িয়া গ্রামে কলেজ শিক্ষার্থীকে বিয়ের প্রলোভনে ধর্ষনের অভিযোগ করেছে শিক্ষার্থীর বাবা। এঘটনায় শনিবার বিকেলে (২০ ফেব্রুয়ারী) রাজশাহী বিশ^বিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের ছাত্র ও ছাইকোলা ইউনিয়নের কাটেংগা গ্রামের হালিম আলীর ছেলে হাসেম আলী (২০) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, গত ২ ফেব্রুয়ারী দুপুরে এইচএসসি ১ম বর্ষের শিক্ষার্থীকে তার বাসায় হাসেম আলী বিয়ের প্রলোভনে ধর্ষন করে। পরে বিষয়টি জানাজানি হলে শিক্ষার্থীর বাবা বাদী হয়ে ১৯ ফেব্রুয়ারী রাতে চাটমোহর থানায় ধর্ষন মামলা করে। পরে পুলিশ অভিযুক্ত হাসেম কে গ্রেপ্তার করে।
এলাকাবাসী জানায়, থানায় মামলা দায়েরের পর উভয় পরিবারের সদস্যরা একাধীকবার বৈঠকে বসে ছেলে-মেয়ের বিয়ের মাধ্যমে বিষয়টি মিমাংসা করার চেষ্টা করেন।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, থানায় মামলা হলে আসামিকে গ্রেপ্তার করে পাবনা জেল হাজতে প্রেরন করা হয়েছে। ভূক্তোভোগির ডাক্তারী পরিক্ষা সম্পন্ন হয়েছে।