চাটমোহরে মাদকসেবীর ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত

নিজস্ব প্রতিবেদক, পাবনা : পাবনার চাটমোহরে মাদকাসক্ত যুবকের ছুরিকাঘাতে নিহত হয়েছেন এক ব্যবসায়ী। আজ রোববার (১১ সেপ্টেম্বর) সকাল সোয়া ৯টার দিকে উপজেলার হান্ডিয়াল স্লুইস গেট এলাকায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত দুধ ব্যবসায়ী হাফিজ উদ্দিন (২৫) হান্ডিয়াল ইউনিয়নের হাসুপুর গ্রামের ইউসুফ আলীর ছেলে। ঘটনার পরপরই এলাকার লোকজন মাদকাসক্ত যুবক একই ইউনিয়নের বাঘলবাড়ি গ্রামের ইছামুদ্দিন ফকিরের ছেলে রমজান আলী (২৫) কে আটক করেন। পর তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হাফিজ সকাল ৯টার দিকে দুধ বিক্রি করার জন্য হান্ডিয়াল বাজারে আসছিলেন। হান্ডিয়াল স্লুইস গেট এলাকায় আসার পর রমজান আলী তাকে ডেকে নিয়ে একটি দোকানের আড়ালে গিয়ে ছুরিকাঘাত করে। হাফিজের চিৎকারে সেখানকার লোকজন দৌড়ে গিয়ে পলায়নরত অবস্থায় রমজানকে আটক করে। হাফিজকে উদ্ধার করে হান্ডিয়াল বাজারে পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

খবর পেয়ে হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত রমজান আলীকে গ্রেফতার করে এবং লাশ উদ্ধার করেছে। পূর্ব বিরোধের জেরে তাকে তাকে হত্যা করা হয়েছে বলে পুলিশ প্রাথমিক ভাবে ধারনা করছে।

সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) সজীব শাহরীন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!