চাটমোহরে রানা মাস্টারের স্মরণ সভা ও শোকর্যালী অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক : ‘রানা মাস্টার ছিলেন আজীবন সংগ্রামী একজন মানুষ। তিনি কখনও নিজের সংসার, সন্তানদের কথা ভাবেননি। সবসময় ভেবেছিলেন গরীব-দুখী মানুষের কথা। আর তাই তিনি ভূমিহীন মানুষদের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন।বিলকুড়ালিয়ার খাসজমি আন্দোলনে তার অবদান কখনও ভোলার নয়। তার দেখানো পথ ধরে রাখতে হবে।’
আজ সোমবার (০৩ ডিসেম্বর) দুপুরে পাবনার চাটমোহরে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা শিক্ষক ও ভূমিহীন আন্দোলনের পুরোধা কে এম আতাউর রহমান রানা মাস্টারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত স্মরণসভায় বক্তারা এসব কথা বলেন।
ভূমিহীন উন্নয়ন সংস্থা (এলডিও)’র কার্যালয় চত্বরে ভূমিহীন নেতা আনোয়ার হোসেনের সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন, ভূমিহীন উন্নয়ন সংস্থা (এলডিও)’র নির্বাহী পরিচালক নুরে আলম সিদ্দিকী মঞ্জু, ভূমিহীন নেতা ওম্বর আলী, ইসমাইল হোসেন, ভূমিহীন নেত্রী জোমেলা খাতুন, সাংবাদিক পবিত্র তালুকদার।
এর আগে একটি শোক র্যালী বের হয়ে চাটমোহর পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোকর্যালীতে ভূমিহীন নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
২০১৬ সালের ৩০ নভেম্বর রাতে না ফেরার দেশে পাড়ি জমান ভূমিহীন আন্দোলনের পুরোধা রানা মাস্টার।