চাটমোহরে শিশু স্কুলছাত্রীকে পাশবিক নির্যাতনের অভিযোগ
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে ৬ বছরের এক শিশু স্কুলছাত্রীকে পাশবিক নির্যাতন করার অভিযোগ উঠেছে চাঁদ আলী নামের এক কিশোরের বিরুদ্ধে। শিশুটি অসুস্থ্য হয়ে পড়লে তাকে ভর্তি করা হয় হাসপাতালে।
পুলিশ জানায়, গতকাল সন্ধ্যায় চাটমোহর উপজেলার চকভবানীপুর গ্রামের কিশোর চাঁদ আলী প্রতিবেশী শিশুটিকে একা পেয়ে ফুসলিয়ে তাদের বাড়িতে নিয়ে যায়। পরে তার ওপর পাশবিক নির্যাতন চালায় সে। বাড়ি ফিরে শিশুটির রক্তক্ষরণ শুরু হলে স্বজনদের বিষয়টি জানায়। পরে তাকে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ঘটনায় শিশুটির পরিবার চাটমোহর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তারা এ ঘটনায় জড়িত কিশোরের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানিয়েছেন।
এদিকে প্রাথমিক পরীক্ষা নীরিক্ষা শেষে শিশুটির ওপর পাশবিক নির্যাতনের সত্যতা পেয়েছেন চিকিৎসক। জড়িত কিশোরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।