চাটমোহরে স্বর্নের কারিগরকে শ্বাসরোধে হত্যা

নিজস্ব প্রতিবেদক, পাবনা : পাবনার চাটমোহরে মহরম হোসেন (২৭) নামের এক স্বর্নের কারিগরকে শ্বাসরোধে হত্যা করেছে দূর্বৃত্তরা। বুধবার (৩০ ডিসেম্বর) রাতের কোনো এক সময় তাকে হত্যা করা হয়।
বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকালে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত মহরম উপজেলার ছাইকোলা ইউনিয়নের ছাইকোলা পশ্চিমপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মহরম হোসেন ছাইকোলা চৌরাস্তা মোড়ে আমজাদ হোসেনের স্বর্নের দোকানে কারিগর হিসেবে কাজ করতেন এবং প্রতিদিন রাতে দোকানেই ঘুমাতেন। বৃহস্পতিবার সকালে তিনি ঘুম থেকে না ওঠায় স্থানীয় লোকজন ডাকাডাকি শুরু করে। তারপরও কোনো সাড়া শব্দ না পেয়ে দোকানের শাটার খুলে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।

চাটমোহর সার্কেলের সহকারি পুলিশ সুপার সজিব শাহরীন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তার শরীরে আঘাতের চিহ্ন না থাকলেও গলায় মাপলার পেঁচানো ছিল। এতে প্রাথমিক ধারণা, দূর্বৃত্তরা মহরমকে গলায় ফাঁস দিয়ে শ্বাসরোধে হত্যা করেছে। দোকানে সোনা-রুপার গহনা সহ মালামাল পাওয়া যায়নি। কি পরিমাণ মালামাল ছিল তা দোকান মালিকের সাথে কথা বলে খতিয়ে দেখা হচ্ছে।

তিনি আরো জানান, মরদেহ ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!