চাটমোহরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ আহত ১

নিজস্ব প্রতিবেদক, পাবনা : চাটমোহর-পাবনা সড়কের চাটমোহর উপজেলার শিমুলতলা নামকস্থানে বৃহস্পতিবার বিকেলে ট্রাকের চাপায় অটোভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোভ্যান চালক গুরুতর আহত হয়েছেন। নিহতরা হলেন পাবনা সদর উপজেলার আরিফপুর গ্রামের রবিউল করিমের স্ত্রী হাসিনা খাতুন (৩৫) ও লস্করপুর গ্রামের মতিউর রহমানের স্ত্রী ফিরোজা খাতুন (৪৮)। আহত অটোভ্যান চালক হলেন চাটমোহর উপজেলার মুলগ্রাম ইউনিয়নের নেউতিগাছা গ্রামের কুশা মোল্লার ছেলে আনসার আলী মোল্লা (৫০)। তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পরপরই ট্রাক চালক পালিয়ে গেলেও এলাকাবাসী ট্রাক ও ট্রাকের হেলপার পাবনা সদর উপজেলার চর ভাঙ্গাবাড়ি গ্রামের গোলজার প্রাং এর ছেলে ওসমান প্রাং (৩০) কে আটক করে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার এবং ট্রাক ও হেলপারকে থানা হেফাজতে নিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান,অটোভ্যানটি যাত্রী নিয়ে গ্রামীণ সড়ক দিয়ে আটলংকা এলাকা থেকে এসে শিমুলতলায় প্রধান সড়কে উঠছিলো। এ সময় চাটমোহর থেকে পাবনাগামী দ্রুতগতির ট্রাকটি (ঢাকা মেট্টো ট-১১-০০৭৯) অটোভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলেই হাসিনা খাতুন ও পাবনা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে ফিরোজা মারা যান। চাটমোহর থানার ওসি সেখ মোঃ নাসীর উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!