চাটমোহর ইউএনও এবং এসি ল্যান্ড শুন্য
চাটমোহর, পাবনা : উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সহকারী কমিশনার (ভূমি) অর্থাৎ এসি ল্যান্ড না থাকায় পাবনার চাটমোহরে প্রশাসনিক কর্মকা- স্থবির হয়ে পড়েছে।
গত ১৮ নভেম্বর চাটমোহরের ইউএনও সরকার অসীম কুমার সিরাজগঞ্জ সদরে বদলী হয়ে যান। সেখানে তিনি যোগদানও করেছেন। কিন্তু সিরাজগঞ্জ সদর থেকে বদলী হয়ে আসা সরকার মোহাম্মদ রায়হান চাটমোহরে এখনো যোগদান করেননি।
আটঘরিয়ার ইউএনও ফুয়ারা খাতুন চাটমোহরের অতিরিক্ত দায়িত্বে থাকলেও তিনি একদিনও চাটমোহরে আসেননি। অপরদিকে সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকতেখারুল ইসলাম ১৫ দিনের প্রশিক্ষণে চীনে গেছেন।
এরআগেই তিনি বদলী হয়েছেন রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে। ট্রেনিং শেষে তিনি সেখানেই নাকি যোগদান করবেন। বর্তমানে উপজেলার প্রধান দুই কর্মকর্তা না থাকায় প্রশাসনিক সকল কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। আটকে আছে সকল কাজ। ইউএনও এবং এসি ল্যান্ড শুন্য এখন চাটমোহর।