চাটমোহর সরকারি কলেজের অধ্যক্ষের অপসারণ চেয়ে মানববন্ধন
চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহর সরকারি কলেজের অধ্যক্ষ মো. মিজানুর রহমানের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, হয়রানি ও স্বেচ্ছাচারিতার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় কলেজ রোড এলাকায় নাগরিক সমাজের ব্যানারে কলেজের শিক্ষার্থী ও এলাকার শত শত সাধারণ মানুষের অংশগ্রহণে এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
এ সময় ‘চাটমোহরবাসী এক হও প্রিন্সিপালকে বিদায় দাও’, ‘প্রিন্সিপালের অপর নাম ভারচারম্যান ভাউচারম্যান’, এক দফা এক দাবী প্রিন্সিপাল তুই কবে যাবি’, দুর্নীতিবাজ প্রিন্সিপালকে অপসারণ করতে হবে’, এমন নানা শ্লোগান সম্বলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে সবাই প্রতিবাদ জানান। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন, নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান মো. ইছাহক আলী মানিক, ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবদুল মোত্তালিব, রেজাউল হক, অভিভাবক মো. আজিজুল হক প্রমুখ।