চাটমোহর সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ 

পাবনা প্রতিনিধি : ‘বাংলাদেশের মধ্যে পাবনার চাটমোহর উপজেলা সাম্প্রদায়িক সম্প্রীতির একটি অনন্য উদাহরণ। নিজেদের মধ্যে হিংসা বিদ্বেষ ভুলে যার যার ধর্ম নিয়ে শান্ত পরিবেশ বজায় রাখার দায়িত্ব সবারই। কেউ যাতে সামাজিক সম্প্রীতি নষ্ট করতে না পারে, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে। ধর্মীয় উগ্রবাদ পরিহার করে একে অপরকে সম্মান করতে হবে। পারিবারিকভাবেও সম্প্রীতি ধরে রাখতে হবে। তাহলেই সামাজিক সম্প্রীতি বজায় থাকবে।’

বুধবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টায় পাবনার চাটমোহর উপজেলা প্রশাসনের আয়োজনে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা।

উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এই সম্প্রীতি সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ মমতাজ মহল। প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ মাস্টার।

বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম নজরুল ইসলাম, চাটমোহর থানার পরিদর্শক (তদন্ত) নয়ন কুমার সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান ইসাহাক আলী মানিক, নারী ভাইস চেয়ারম্যান ফিরোজা পারভীন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গাজী এসএস মোজাহারুল হক।

এ সময় বক্তারা আরও বলেন, সরকার যেসব উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করছে, এসডিজি অর্জনে কাজ করছে, তা শুধু কারো একার জন্য বা কোনো নির্দিষ্ট গোষ্ঠির জন্য নয়। সবার জন্য। এর সুফল তখনই আমরা ভোগ করবো, যখন সবাই একসাথে সম্প্রীতির বন্ধন অটুট রেখে বসবাস করতে পারবো। সামনে জাতীয় নির্বাচনের ডামাডোল শুরু হবে। সেই নির্বাচনও কিন্তু শুধু একজনের জন্য নয়। সেখানে যারা যারা নির্বাচন করতে চায় সবার জন্য। সেখানেও সবাইকে রাজনৈতিকভাবে সহনশীলতার পরিচয় দিতে হবে। এজন্য দেশের মধ্যে সামাজিক সম্প্রীতি বজায় রেখে সরকারকে সহযোগিতা করতে হবে।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল হালিমের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, পৌর কাউন্সিলর নাজিমুদ্দিন মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা এ এ মাসুম বিল্লাহ, চাটমোহর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শরীফ মাহমুদ সরকার সঞ্জু, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অশোক চক্রবর্তী, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি জয়দেব কুন্ডু, বীর মুক্তিযোদ্ধা ইগনাসিউস গমেজ, চাটমোহর প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েল, এমকেআর আহমাদিয়া দাখিল মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট মাওলানা আব্দুল লতিফ, উপজেলা মহিলা আওয়ামীলীগের আহবায়ক সাজেদা রহমান, উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা ওবায়দুল্লাহ বিন আজাদ, আদিবাসী নেতা রামপ্রসাদ মাহাতো, কলেজ ছাত্র জীবন খান, ছাত্রী আনিকা নাওয়ার জেরিন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!