চার কর্মকর্তার করোনা পজিটিভ, ২৬ জন অসুস্থ : পাবনায় ইসলামী ব্যাংক লক ডাউন
পিপ (পাবনা) : ইসলামী ব্যাংক পাবনা শাখা লক ডাউন ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ব্যাকের ৩০ কর্মকর্তা অসুস্থ। ১০ কর্মকর্তার নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানোর পর ৪ জনের করোনা পজিটিভি এসেছে। গতকাল রোববার (৭ জুন) বিকেলে ব্যাংকের গেইটে সাদা কাগজে টাঙানো লকডাউন লেখা সাটিয়ে দেয়া হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বার্তা সংস্থা পিপ‘কে জানান, ইসলামী ব্যাংক পাবনা শাখার ৩০ কর্মকর্তা ইতিমধ্যেই অসুস্থ হয়ে পড়েছেন। ১০ জনের নমুনা সংগ্রহ করা হয়, যার মধ্যে ৪ জন কর্মকর্তার করোনা রিপোর্ট পজেটিভ এসেছে।
করোনা শনাক্ত চার কর্মকর্তা হলেন- সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোকলেছুর রহমান, প্রিন্সিপাল অফিসার হারুনুর রশিদ, প্রিন্সিপাল অফিসার আজিজুর রহমান এবং জুনিয়র অফিসার আব্দুর রশিদ।
তিনি জানান, চার কর্মকর্তার করোনা শনাক্ত এবং ৩০ জনের অসুস্থতার কারণে ব্যাংকের প্রধান কার্যালয় শাখাটি লকডাউনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। যতদিন না কর্মকর্তারা সুস্থ হচ্ছেন, ততদিন শাখাটি লকডাউন থাকবে বলে জানানো হয়েছে। আপাতত ব্যাংকের সকল কার্যক্রম পরিচালিত হবে না, ব্যাংক পুরো বন্ধ থাকবে।
পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন ব্যাংক লকডাইনের সত্যতা স্বীকার করে বার্তা সংস্থা পিপ‘কে বলেন, ব্যাংকের চারজনের করোনা পজিটিভ হওয়ায় আজ সোমবার থেকে ব্যাংকটি লকডাউন করেছি।