চিকিৎসকের উপর হামলার প্রতিবাদে পাবনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, পাবনা : বরগুনা সদর হাসপাতালের কর্মকত চিকিৎসক ডা: মশিউর রহমানের দূর্বৃত্তের হামলার কঠোর শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএমএ পাবনা জেলা শাখা।

আজ দুপুরে বিএমএ পাবনা জেলা শাখার আয়োজনে ২৫০শয্যাবিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতালে সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ডা: মশিউর রহমানের উপর হামলাকামীদের বিচারের আওতায় এনে কঠোর শাস্তির দাবি করেন। এসময় হাসপাতালের সহকারী পরিচালক ডা. রঞ্জন কুমার দত্ত, বিএমএ এর জেলা শাখার সাধারন সম্পাদক ডা.আকসাদ আল মাসুর আনন, পাবনা মেডিকেল কলেজের সহযোগি অধ্যাপক ডা. আহমেদ তাউস, ডা. সাইফ উদ্দিন, বিএমএ এর দপ্তর সম্পাদক ডা. বিপ্লব কুমার সাহা, বাংলাদেশ নার্সেস এ্যাসোসিয়েশন পাবনা জেলা শাখা সভাপতি আব্দুর রাজ্জাক সহ হাসপাতালের কর্মরত চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ বক্তব্য দেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!