চিকিৎসা শেষ করে নয় মাস পর বাংলাদেশে এন্ড্রু কিশোর

বিনোদন: বরেণ্য সংগীতশিল্পী এন্ড্রু কিশোর দীর্ঘদিন সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। দীর্ঘ নয় মাস পর গত ১১ জুন রাত আড়াইটায় সিঙ্গাপুর থেকে দেশে ফিরেন তিনি।

এখন মিরপুরের বাসায় রয়েছেন। তবে বর্তমানে তার শরীরিক অবস্থা ভালো নয়। কোলাহলমুক্ত থাকতে চিকিৎসকের কড়া নির্দেশনা মেনে চলছেন বলে জানান এই বরেণ্য শিল্পী। গত বছর ৯ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান এন্ড্রু কিশোর। কিডনি ও হরমোনজনিত সমস্যায় ভুগছেন তিনি। এ ছাড়া তিনি ক্যান্সারে আক্রান্ত।

ব্যয়বহুল এই চিকিৎসার খরচ জোগাতে এরইমধ্যে এন্ড্রু কিশোর বিক্রি করেছেন তার রাজশাহী শহরে কেনা ফ্ল্যাট। তার চিকিৎসা সহায়তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিল্পীর পরিবারের পাশাপাশি সংগীতশিল্পী, মিডিয়া ব্যক্তিত্ব, বেশকিছু প্রতিষ্ঠান এবং প্রবাসীরা এগিয়ে এসেছেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!