চীনে খনি দুর্ঘটনা নিহত ২১
আন্তর্জাতিক ডেস্ক : চীনে একটি কয়লা খনিতে দুর্ঘটনায় সেখানে আটকে পড়া ২২ শ্রমিকের মৃত্যুর ঘটনায় প্রতিষ্ঠানটির দুই নির্বাহীকে চাকরিচ্যুত করা হয়েছে।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তকাজ চালিয়ে যাচ্ছে শ্যানডং এনার্জি লংকোউ মাইনিং গ্রুপ। চাকরিচ্যুত দুই নির্বাহী হলেন ওই খনি প্রকল্পের প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট।
চীনের সরকারি সংবাদমাধ্যম সিনহুয়া’র বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স। গত অক্টোবরের ওই ঘটনায় আকটেপড়াদের মধ্যে মাত্র একজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকি ২১ শ্রমিকের সবাই মারা গেছে।
Spread the love